করোনা ভাইসার প্রতিরোধে তরুণ সংসদের কার্যক্রম চলমান
জাগ্রত বাংলা নিউজ:তরুণ সংসদ কর্তিক আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে গন-সচেতনতা মূলক কার্যক্রমের প্রথম ধাপঃ (চলমান যতদিন সম্ভব)
তরুণ সংসদের উদ্যোগে ফ্রি কার্যক্রম সমূহঃ
১।হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়ানো
২।মাক্স বিতরন
৩।হ্যান্ড সেনেটিসন বিতরন
৪।লিফলেট বিতরন
সুষ্ঠ ভাবে সম্পাদন হচ্ছে।
পূর্বে কার্যক্রম জানতে এখানে ক্লিক করুন
পাশাপাশি আমাদের ২য় পরিকল্পনাঃ-
(কার্যক্রম -২)
★অত্যান্ত অসহায়/গরিব পরিবারের মাঝে
তরুণ সংসদের সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন।
সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পাদন করা হলো। (চলমান থাকিবে সাধ্য অনুযায়ী যত বার সম্ভব) এবং এই কাজে যারা অংশ গ্রহণ করেছে, ও সাহায্য, সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এইচ.এম মোজাম্মেল হক, সকলের প্রতি দোয়া ও ভালবাসা জানান তিনি।
তিনি আরও বলেন,আগামী প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কাজ করছি, আসাকরি সকলের সহযোগিতায় আবার ও সম্পাদন করতে পারবো ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ- যদি কেউ তরুণ সংসদের এই মহতি কাজে অংশ নিতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগের নাম্বারঃ ০১৯১১-৬৯৩১৫৭০১৬৭৭-৮৩৭৬০৬ (বিকাশ পার্সোনাল)