“সম্প্রতি এক স্মরণসভায় প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দকে মঞ্চের মাইকে ঘোষণা দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।”
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ : স্বঘোষিত পদবি ব্যবহার ও দলীয় কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ায় সিরাজগঞ্জ সদর থানা বিএনপিকে সর্তকীকরণ নোটিস দিয়েছে জেলা বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সর্তকীকরণের পাশাপাশি তিরস্কারও করা হয়েছে বলে জানিয়েছেন সদর বিএনপির সাধারণ সম্পাদক রফিক সরকার।
বিএনপির সদর থানার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিছুদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সদর থানা বিএনপির সহ-সভাপতি, যুগ্ন-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে বিভিন্ন ব্যক্তি নিজেদের পরিচয় দিচ্ছে।
“যারা সর্বদা আপনাদের সাথেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। সর্বশেষ গত ২ নভেম্বর সদর থানা বিএনপি আয়োজিত স্মরণ সভায় থানা বিএনপির নেতৃবৃন্দ মঞ্চের মাইকে ঘোষণা দিয়ে উপরোক্ত বিভিন্ন স্বঘোষিত পদের নেতাদের পরিচয় করিয়ে দিয়েছেন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রকৃত পক্ষে সদর থানা বিএনপির সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি জেলা বিএনপির দাপ্তরিক স্বাক্ষরে অনুমোদিত। এর বাইরে কোনো পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়নি।
“কাজেই উক্ত সাতজনের বাইরে অন্য কারও স্বঘোষিত পদবি ব্যবহার করা ও দলীয় কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া সুস্পষ্ট দলীয় গঠনতন্ত্র ও শৃখংলা পরিপন্থি।”
এ অবস্থায় সদর থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে তিরস্কারসহ সর্তক করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নোটিসে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সদর বিএনপির সাধারণ সম্পাদক রফিক সরকার বলেন, ২০২৩ সালে সদর থানা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনো অনুমোদন হয়নি।
“সম্প্রতি এক স্মরণসভায় প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দকে মঞ্চের মাইকে ঘোষণা দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে আমাদের বিরুদ্ধে সর্তকীকরণ নোটিস করা হয়েছে।”