No title

আজ ২৫শে ফেব্রুয়ারি পিলখানা মত্যা দিবস

#জাগ্রত_বাংলা_নিউজ
২০০৯ইং ২৫ শে ফেব্রুয়ারি পিলখানা মত্যা ঘটনায়
     ১ জন মেজর জেনারেল হত্যা
     ২ জন বিগ্রেডিয়ার জেনারেল হত্যা
     ১৬ জন কর্নেল হত্যা
     ১২ জন লেফটেন্যান্ট কর্নেল হত্যা
     ২৫ জন মেজর হত্যা
     ১ জন ক্যাপ্টেন হত্যা
বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলংকজনক অধ্যায় রচিত হয় এই দিন ২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে এক ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ,যেখানে প্রাণ হারায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
পিলখানার হত্যাকান্ডের ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি,
আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন,আমিন।

Post a Comment

Previous Post Next Post